শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস 

কলমের বার্তা / ২০৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।

আজ রাত সোয়া ৮ টার দিকে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে মহানগরীর আমবাগ নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পিছনে ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়৷ মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গোডাউনে ছড়িয়ে পড়ে৷ প্রথমে স্থানীয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস খবর দেয়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে৷

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট। এখনো আগুন লাগার কারন জানা যায়নি৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর