কোটচাঁদপুর মডেল থানায় হেল্প ডেক্স এর শুভ উদ্বোধন
সমগ্র বাংলাদেশের ন্যায় বাংলাদেশ পুলিশের সহযোগিতায় প্রতিটি উপজেলায় ভূমিহীনদের
গৃহ নির্মাণ ও নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী হেল্প ডেক্স এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় কোটচাঁদপুর মডেল থানা চত্তরে রবিবার সকালে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্ভিস ডেস্ক পরিচালনার জন্য একজন এসআইয়ের নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। সার্ভিস ডেস্ক কর্মকর্তা থানায় যাওয়া নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, (ওসি তদন্ত) জগন্নাথ চন্দ্র, সেকেন্ড অফিসার এস আই আব্দুল মান্নান, এএসআই মাহমুদা খানমসহ মডেল থানা পুলিশের একটি চৌকস দল । এসময় উপজেলার ভগবানপুর গ্রামের জোছনা বেগম নামে এক ভূমি হীন এর ঘর হস্তান্তর করেন ।