জয়পুরহাটে গাঁজাসহ দেবর-ভাবি গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৬ কেজি ২ শত গ্রাম গাঁজাসহ দেবর ও ভাবীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার সকালে (২৪ এপ্রিল) উপজেলার বালিঘাটা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বালিঘাটা বাজার মহাজের কলোনীর মৃত আবুল কাশেমের ছেলে
আমির হোসেন (আমিনুল ইসলাম) (৫৫), একই এলাকার হযরত আলী (হযো)’র স্ত্রী আফিয়া আক্তার (সুমি) (৩০) বলে জানা গেছে। তারা সম্পর্কে দেবর ও ভাবী
বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন উক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।