বেলকুচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) অনূর্ধ্ব -১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বেলকুচি সরকারি কলেজ মাঠে ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান। ফাইনাল খেলা পরিচালনা করেন চৌহালী সরকারি কলেজ এর সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম। আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী সাইদুর রহমার প্রমূখ।