উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা
সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় চত্বরে চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হিরো’র সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা শুরু হয়।

এসময় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ ফরিদুল হক মিলন।
এতে আয় দেখানো হয়েছে, ৩ কোটি ২ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৯১ লাখ ৪ হাজার টাকা।উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ লাখ ৩৩ হাজার ২০০ টাকা।
এসময় বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডল,সাবেক সভাপতি মোক্তার হোসেন মল্লিক,সলঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ তানজির হোসেন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারন মানুষ অংশ গ্রহণ করে। উম্মুক্ত বাজেট সভার মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়ন মূলক খোলামেলা ভাবে বক্তব্য প্রদান করা হয়।
এছাড়াও মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এডিপি’র ( পি.আই.সি ) অর্থায়নে ৫৩ টি ফ্যান বিতরণ করা হয়েছে।








