উন্নয়ন দেখতে বাংলাদেশে আসছেন ভারতীয় সাংবাদিকরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সাফল্য দেখতে বাংলাদেশে আসছেন ভারতের সাংবাদিক প্রতিনিধি দল। বার্তা সংস্থা ইউএনবি জানায়, ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিনিধিত্বকারী ১০ সদস্যের একটি মিডিয়া প্রতিনিধি দল ৭ থেকে ১২ জুন বাংলাদেশ সফর করবে। প্রতিনিধি দলটি পদ্মা সেতুসহ বিভিন্ন স্থান পরিদর্শন করবে।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সমুদ্র সৈকত শহর কক্সবাজারের মেরিন ড্রাইভ পরিদর্শন করবেন।