সিরাজগঞ্জ সদরে যমুনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল পুড়ে ধ্বংস
সিরাজগঞ্জ সদর যমুনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল পুড়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার (১২জুন) দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত অভিযানে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানে আনুমানিক ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫৪ টি অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয়। আটককৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামাল হোসাইন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি সহ নৌ-পুলিশ, সিরাজগঞ্জ এর সদস্যবৃন্দ।
মৎস্য সম্পদ রক্ষায় সহযোগিতা করার জন্য নৌ-পুলিশ, সিরাজগঞ্জ এর সদস্যদেরা।