পদ্মা সেতু উদ্বোধনীতে বেতাগীতেও উৎসবের আমেজ যুবকদের ক্রীড়া টুর্ণামেন্টের আয়োজন
বরগুনার বেতাগীতে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যুবকদের মাঝেও উৎসবের আমেজ বইছে। ইতিহাসের স্বাক্ষী হতে ও দিনটিকে স্মরনীয় করে রাখতে আয়োজন করা হয় ক্রীড়া টুর্ণামেন্ট।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে বরিশাল- বেতাগী-বরগুনা আঞ্চলিক সড়ক ঘেষে উপজেলার সদর ইউনিয়নের কবিরাজ বাড়ি সংলগ্ন মাঠে পরিবর্তন ক্রীড়া সংঘ যুবকদের এ ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করে। এ সময় তারা আনন্দ-উৎসবে মেতে উঠে। সিনিয়র একাদশকে জুনিয়র একাদশ ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে জুনিয়র একাদশ বিজয়ী হয়। শেষে সন্ধ্যা ৭ টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সুশাসনের জন্য নাগরিক ( সুজন) উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বিশেষ অতিথি বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো: শামীম শিকদার। পরিবর্তন ক্রীড়া সংঘের সভাপতি অলি আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ক্রীড়ামোদি মো: মুন্তাসির সালমান জিবু, খেলোয়াড় খায়রুল ইসলাম মুন্না, ইমরান হোসেন, মো: সুমন মিয়া সহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, পদ্মা সেতু আমাদের সোনালী স্বপ্নের হাতছানি। এর দ্ধার উম্মোচনে যুবকরা তাদের জীবনমান্নোয়নে নতুন করে স্বপ্ন দেখবে। তাই ইতিহাসের স্বাক্ষী হতে ও দিনটিকে স্মরনীয় করে রাখতে এর আয়োজন করা হয়।