শাহজাদপুরে শিক্ষক সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এ্যাড. আব্দুল খালেকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও দুস্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি, শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম সাইফুল ইসলাম, জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, উপাধ্যক্ষ আব্দুল বাছেত, শাহজাদপুর ইব্রাহিম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার লাকী, পোরজনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলী, জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, যুগ্নিদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবী নেওয়াজ, পুঠিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বি এস সি, শিক্ষক অসিত কুমার ঘোষ প্রমূখ।
বক্তারা অধ্যক্ষ আলহাজ্ব এ্যাড. আব্দুল খালেকের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে, এ ঘটনায় থানায় মামলা হওয়ার ৩ দিন পরেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বে-সরকারি স্কুল ও কলেজের প্রায় ২ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত শুক্রবার দুপুরে কৈজুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এ্যাড. আব্দুল খালেক ও ম্যানেজিং কমিটির সদস্য নূরুজ্জামান রিকশা যোগে বাড়ি ফেরার পথে গোপালপুর মোড়ে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে বেধরক মারধর করে গুরুত্বর আহত করে। আহতরা বর্তমানে বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।