লালবাগের অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
রাজধানীর লালবাগে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১২টার দিকে লালবাগের ৩০নং দ্বেবিদার ঘাট কামালবাগে একটি পলিথিন কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে সোয়া দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানা ভবনটিরর নিচে থাকা খাবার হোটেলের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।