বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা

লালমনিরহাটে সাংবাদিকদের হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন!

আশরাফুল হক, লালমনিরহাট: / ১৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পৃথক ঘটনায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন লালমনিরহাটের ৫জন সাংবাদিক।

এরই প্রতিবাদে মঙ্গলবার (১৬আগষ্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব ঢাকা ও লালমনিরহাট জেলার কর্মরত সকল সাংবাদিকগণ আসামি গ্রেফতারের দাবিতে মিশন মোড় গোল চত্বরে মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা পুলিশ প্রশাসনের উদ্দেশ্য বলেন, পেশাগত দায়িত্ব পালন কালে আমাদের ভাই-সহকর্মীরা সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে অথচ দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে না? তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করেন। আমরা দোষী ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় জানতে চাই না? সন্ত্রাসীদের কোন দল থাকতে পারে না? অপরাধীর কোন পরিচয় নেই? তারা দেশের শত্রু? তাই তাদের পক্ষ না নিয়ে দেশের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে বাঁচান।

সাংবাদিক নেতাগণ আরও বলেন, বিগত দিনে সাগর-রুনি’র হত্যার তদন্ত প্রতিবেদন দীর্ঘদিনেও হয়নি তাই বলে আমরা আশা ছাড়িনি, হামলা-মামলা দিয়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ’র কন্ঠ রোধ করা যাবে না। সাংবাদিকরা সমাজের অবহেলিত জনগনের সুখ-দুঃখ-দূর্দশা রাষ্ট্রের নিকট তুলে ধরে। সেই গণমাধ্যমের ওপর বার-বার এত আঘাত কেন? তাই পুলিশ বাহিনীকে অনুরোধ করবো অতি তারাতাড়ি আসামিদেরকে আইনের আওতায় এনে শাস্তি’র ব্যসস্হা করেন। তা না হলে সাংবাদিকগণ কঠিন আন্দোলনে যাবে।

প্রসঙ্গগত-গত শুক্রবার (১২ আগষ্ট) সন্ধ্যায় আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, যমুনা টিভি’র লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা ও ক্যামেরা পার্সন আহসান হাবিব, প্রথম আলো’র প্রতিনিধি আব্দুর রব সুজন, এখন টিভি’র মাহফুজুল ইসলাম বকুল ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রবিউল ইসলাম রবি। স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজার রহমান মন্ডলের ছোট ছেলে ওয়ার্ড যুবলীগ সভাপতি দুই সন্তানের জনক সুলতান মন্ডল (৩৮) প্রতিবেশী এক গৃহবধূর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। কয়েক দিন আগে সেই গৃহবধূকে নিয়ে নিরুদ্দেশ হন সুলতান মন্ডল। এ ঘটনায় ওই গৃহবধূর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। সে ঘটনার তথ্য সংগ্রহ করতে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে যান ৪ সাংবাদিক। তথ্য সংগ্রহ শেষে সুলতান মন্ডলের বাড়ির পাশে হঠাৎ তাদের পথরোধ করেন আজিজার রহমান মন্ডল ও তার বড় ছেলে সাহেদ মন্ডল। এ সময় সাহেদ মন্ডল সাংবাদিকদের হাতে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে ভাংচুর করেন এবং টাইফোর্ট দিয়ে সাংবাদিকদের এলোপাতারি মারপিট শুরু করেন। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি এখন টিভি’র প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল বলেন, তথ্য সংগ্রহ শেষ করে গাড়িতে উঠার পরপরেই হঠাৎ সাহেদ মন্ডল এসে পথরোধ করে ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলেন। কিছু বুঝে উঠার আগেই টাইফোর্ট দিয়ে আমাদেরকে এলোপাতারি মারপিট শুরু করেন।

খবর পেয়ে হাসপাতালে সাংবাদিকদের দেখতে আসেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। এ সময় তিনি এ ঘটনার তীব্র নিন্দা এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। তিনি আরও বলেন, অভিযুক্তরা আওয়ামীলীগের হলেও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ দিকে একই দিন দুপুরে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তার ধারে সরকারী একটি গাছ কেটে নিয়ে যাচ্ছেন ওই এলাকার সাবেক পুলিশ সদস্য আনোয়ার হোসেন। তার ছবি তুলতে গিয়ে আনোয়ার হোসেনের হামলার শিকার হয়েছেন দৈনিক আজকের পত্রিকার হাতীবান্ধা প্রতিনিধি রবিউল ইসলাম রবি।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দাসহ অভিযুক্তদের গ্রেফতার দাবি করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা ইউনিটের সভাপতি খোরশেদ আলম সাগর এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। নয়তো কঠোর কর্মসুচি গ্রহন করতে বাধ্য হবে সাংবাদিকরা।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, মামলার ১নং আসামি ইতিমধ্যেই আমরা গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছি, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে, খুব তারাতাড়ি বাকিরাও গ্রেফতার হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর