লালমনিরহাটের কুলাঘাট স্বাস্থ্য কেন্দ্রে দিন-রাত উড়ছে জাতীয় পতাকা!
দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। কিন্তু লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিন-রাত ২৪ ঘন্টাই উড়ছে জাতীয় পতাকা। লাল-সবুজের জাতীয় পতাকা উড়ানোর বিষয়টি অবমাননার শামিল বলে মনে করছে ওই এলাকার লোকজন।
স্থানীয়রা জানান, সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে জাতীয় পতাকা উত্তোলনের কোন নিয়মেই মানা হচ্ছে না। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও পরের দিন রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পরেও জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়নি। অর্থাৎ গত ২দিন ধরে দিন/রাত ২৪ ঘন্টাই লাল-সবুজের জাতীয় পতাকা উড়ানো হয় ওই অফিসে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পরেও জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়নি। অথচ স্বাস্থ্য কেন্দ্রের প্রধান গেট ও ভবনে তালা ঝুলছে। জাতীয় পতাকা নামিয়ে ফেলার কারও কোন খবর নেই। পরে সদর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা মাসুম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম নবীকে জাতীয় পতাকা’র বিষয়টি জানানো হলে অবশেষে রাত ৮টার দিকে জাতীয় পতাকাটি নামিয়ে রাখা হয়।
অথচ ওই কুলাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১ জন মেডিকেল অফিসার, ১ জন পরিদর্শক ও ১ জন আয়া সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কেন্দ্রটি খোলা রাখার নিয়ম থাকলেও সকাল সাড়ে নয়টার পর এসে দুপুর একটা থেকে দেড়টার মধ্যেই বন্ধ করে বাড়িতে যান।
কুলাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার, পরিদর্শক ও আয়ার বিরুদ্ধে অফিস ফাঁকির অভিযোগ উঠেছে। ফলে ওই ইউনিয়নের অনেক অসহায় সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। সরকার গ্রাম গঞ্জের অবহেলীত মানুষের চিকিৎসা সেবায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কোন কাজেই আসছে না।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ভূতুরে ঘরে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনায় ভর্তি হয়ে আছে আশপাশ। নেই পরিস্কার-পরিচ্ছন্নতা, এ যেন স্বাস্থ্য কেন্দ্র নিজেই
রোগী হয়ে আছে।
কুলাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশে বসবাসকারী ৯ম শ্রেণীর ছাত্র কামরুল হাসান বলেন, গত ২দিন ধরে দিন/রাত ২৪ ঘন্টাই লাল-সবুজের জাতীয় পতাকা উড়ানো হচ্ছে এই অফিসে। শনিবার রাতেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। বিষয়টি আমাকে খারাপ লেগেছে। অফিসের কর্মরতদের অবহেলায় রাতেও জাতীয় পতাকা না নামায় ক্ষোভ প্রকাশ করেছেন আরও অনেকে।
এ বিষয়ে একজন মুক্তিযোদ্ধা বলেন, যে পতাকার জন্য আমরা জীবনবাজি রেখে যুদ্ধ করেছি, সে পতাকার এমন অবমাননা মেনে নেয়া যায় না। ‘জাতীয় পতাকার সম্মান অক্ষুন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যদি রাতের আঁধারে জাতীয় পতাকা উত্তোলন করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে আমি মনে করি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম নবী বলেন, রোববার রাতেই জাতীয় পতাকা নামানো হয়েছে। ‘পতাকা উত্তোলন ও নামানোর দায়িত্ব অফিসের আয়ার। সম্ভবত ভুলে তিনি পতাকা নামাননি’। জাতীয় পতাকার সম্মান অক্ষুন্ন রাখতে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল।