হিংস্র কুকুরে ভরে গেছে গাইবান্ধা পৌর শহর
গাইবান্ধা পৌর শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, বেওয়ারিশ কুকুর। অতীতে এসব কুকুরের মালিকানার পৌর কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধনের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা নেই। ফলে অনিয়ন্ত্রিত হারে বেড়ে গেছে শহরে হিংস্র কুকুরের সংখ্যা।
মাঝে মাঝে এই সব হিংস্র কুকুরের আক্রমণের শিকার হচ্ছে নিরিহ সাধারণ পৌরবাসী। ক্ষতিগ্রস্তদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে।
গাইবান্ধা পৌর শহরের স্কুলগামী শিশু কিশোর ও নারী পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং আতঙ্কে রয়েছে। বেশ কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাংবাদিকদের আইডি থেকে হিংস্র কুকুরের আক্রমণের খবর প্রচার হলেও নেই এর কোন প্রতিকার।এসব কুকুরের কারনেই প্রায় প্রতিদিন বাইক এক্সিডেন্ট বেড়েই চলেছে।
এমনকি এসব কুকুরকে দীর্ঘদিন থেকে ভ্যাকসিন প্রদান করছে না পৌর কর্তৃপক্ষ। ফলে মরণব্যাধি জলাতঙ্ক রোগের ভয়াবহতার আশঙ্কা বাড়ছে।