বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ কোনাবাড়ীতে টিনশেড বাসায় অগ্নিকাণ্ড,৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২ শিক্ষককে মারধোর,সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে দিনব্যাপী দুদকের অভিযান গাজীপুরে স্কুল শিক্ষককে মারধোরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

জেলা রেজিস্টার এক হাতে সিগারেট-অন্যহাতে ফাইল সহি করেন!

আশরাফুল হক, লালমনিরহাট: / ১৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

অফিসে বসেই প্রকাশ্যে ধুমপান করেন লালমনিরহাট জেলা রেজিস্টার খালিদ মোহাম্মদ বিন আসাদ। তার এক হাতে সিগারেট অপরহাতে ফাইল সহি করেন।

জানা গেছে, সরকারী বিধি অনুযায়ী পাবলিক প্লেসে ধুমপান আইনত দ্বন্ডনীয় অপরাধ। জরিমানার বিধান রাখা হয়। ধুমপান কমাতে ২০০৫ সালে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধকল্পে পাবলিক প্লেসে ধুমপান করলে ৫০ টাকা জরিমানার বিধান করা হয়। যা পরবর্তিতে ২০১৩ সালে জরিমানার পরিমান বাড়িয়ে ৩শত টাকা করা হয়েছে। এ আইনে ধুমপায়ীদের জন্য সেভজোন করার সুপারীশও করা হয়েছে। সেই থেকে যানবাহন, লোক জনসমাগম স্থল এবং সরকারী বেসরকারী সকল কার্যালয়ে ধুমপান নিষিদ্ধ করা হয়।

সরকার ধুমপান রোধে আইন প্রনায়ন করলেও সরকারী অফিসে বসেই সরকারি কর্মকর্তাদের চলছে আয়েশী ধুমপান বা সুখটান। লালমনিরহাট জেলা রেজিস্টার খালিদ মোহাম্মদ বিন আসাদ নিজ কার্যালয়ে বসেই একের পর এক সিগারেট টানেন। তার এক হাতে সিগারেট অন্যহাতে সহি করেন সেবা গ্রহীতাদের ফাইল। মুলত অফিসের বড় কর্মকর্তা হিসেবে বীরদর্পে অফিসে বসেই ধুমপান করেন তিনি। অফিসে বসে ধুমপান করার একটি ভিডিও এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। ধুমপানের দুর্গন্ধে তার কক্ষে অনেকেই প্রবেশ করতে চান না। সিগারেটের দুর্গন্ধে নেহায়েত প্রয়োজন ছাড়া কেউ তার কক্ষে প্রবেশ করেন না বলে সেবা গ্রহীতাদের অভিযোগ।

নাম প্রকাশের অনিচ্ছুক একজন নীকাহ রেজিস্টার বলেন, আমাদের ভলিয়ম বহি সহ বিভিন্ন কাজে প্রায় জেলা রেজিস্টারের কক্ষে যেতে হয়। সেই অফিসে বসেই একের পর এক সিগারেট ধরান আমাদের জেলা রেজিস্টার। দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর হয়। অফিসে যত লোকই থাকুক না কেন তিনি সবার সামনেই ধুমপান করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস।

জেলা নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি কাজী মওলনা আমজাদ হোসেন বলেন, স্যারকে সিগারেট খেতে দেখিনি। তবে তার কক্ষটিতে প্রচুর সিগারেটের দুর্গন্ধ। আমরা মওলনা মানুষ, সাধারন লোকজনও আমাদের দেখে সিগারেট সেভ করেন। যখন রেজিস্টার স্যারের কক্ষে যাই তখন রুমে এয়ার ফ্রেসনার স্প্রে করেন। তবুও দুর্গন্ধ বুঝা যায়।

লালমনিরহাট জেলা রেজিস্টার খালিদ মোহাম্মদ বিন আসাদ বলেন, দুপুরের খাবারের পরে সিগারেট খেয়েছি। তখন হয়তো কেউ ভিডিও করেছে। অফিসে বসে প্রকাশ্যে ধুমপান অপরাধ কি না? -এমন প্রশ্নে তিনি কোন সদুত্তর দেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর