সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাদ যাচ্ছে না। সংগঠনের বিভিন্ন নেতারা তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে পোস্ট দিচ্ছেন ফেসবুকে। সব মিলিয়ে এক উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে এ থানায়।
সম্মেলনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নেতাকর্মীদের মধ্যে কৌতুহল উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। আসন্ন কোনাবাড়ী মেট্রো থানা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ে যাদের নাম শোনা যাচ্ছে গাজীপুর মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী, মহানগর আওয়ামীলীগের সদস্য এ্যা. আব্দুর রহমান মাষ্টার,মহানগর আ.মীলীগের সদস্য ও সাবেক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান এম এ,সাবেক কোনাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সফল আহবায়ক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাসউদ্দীন খোকন, সাবেক কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মিয়া, ১০ নং ওয়ার্ড আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী মোঃ আনোয়ার পারভেজ, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কালাম আজাদ, ৯ নং ওয়ার্ড আওয়ামিলীগের আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রাকিব হাসানসহ বিভিন্ন পদপ্রত্যাশীরা প্রচারাণা চালাচ্ছেন।
সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা ত্যাগী এবং জনসমর্থন আছে এমন নেতাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করলে সংগঠন শক্তিশালী হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কমিটির প্রতি যেন বিশেষ দৃষ্টি রাখা হয় সেই আশাবাদ সবার।