বুধবার, ০৫ মার্চ ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অনবদ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ম্যানগ্রোভ হ্যাকাথনের ফাইনাল কাজিপুরে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত, ৬ জনের অর্থদন্ড  উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা আটক সুজানগরে ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপির নেতারা যশোরের শার্শা মূল্য তালিকা না থাকায়’৪ দোকানদার কে জরিমানা ভাঙ্গুড়ায় মাসব্যাপী ইফতার আয়োজন গন অধিকার পরিষদের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর  দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর গাজীপুর নগরীতে গত ২৪ ঘন্টায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫৮ ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ভিনদেশি জেলে ঠেকাতে আকাশ পথে টহল দেবে বিমানবাহিনী

রিপোর্টারের নাম : / ১১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

বঙ্গোপসাগরে শুরু হয়েছে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা। দেশের জলসীমায় ভিনদেশি জেলেদের অনুপ্রবেশ প্রতিহত করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের পাশাপাশি এ বছর প্রথমবারের মতো আকাশপথে দায়িত্ব পালন করবে বিমানবাহিনী।

ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রজনন মৌসুমকে নির্বিঘ্ন করতে ৭ অক্টোবর থেকে সারা দেশে শুরু হয়েছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, বিক্রি, সংরক্ষণ এবং বিনিময়- সবই থাকবে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। সারা বছর ডিম দিলেও ২২ আশ্বিন থেকে ১২ কার্তিক পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম।

জেলেদের অভিযোগ- এ নিষেধাজ্ঞা শুরুর আগেই জেলেদের সরকারি সহায়তা প্রদানের দাবি থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে নিষেধাজ্ঞার এ সুযোগে দেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করবে প্রতিবেশী ভারতের জেলেরা, যা দেশের জেলে ও মৎস্য ব্যবসাকে ধ্বংস করে দেবে। তাই ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি নিষেধাজ্ঞাকালে সব জেলেদের যথাযথভাবে খাদ্য সহায়তা দেওয়ার দাবি বরগুনার জেলে ও ট্রলার মালিকদের।

এদিকে দেশের জলসীমায় ভিনদেশি জেলেদের অনুপ্রবেশ প্রতিহত করতে প্রথমবারের মতো আকাশপথে বিমানবাহিনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বরগুনায় মোট ৩৭ হাজার ৭০ জন নিবন্ধিত সমুদ্রগামী জেলে রয়েছেন। নিষেধাজ্ঞাকালে নিবন্ধিত প্রতিজন জেলে ২০ কেজি করে বিশেষ ভিজিএফ চাল পাবেন। ইতোমধ্যেই বরাদ্দ এসেছে সামনের সপ্তাহ থেকে চাল দেওয়া শুরু হবে। অবরোধের সংবাদ জানাতে আমরা সারা বরগুনায় প্রচার প্রচারণা চালাচ্ছি। তারপরেও নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ, জেলা প্রশাসনের বিশেষ মোবাইল টিমসহ মৎস্য বিভাগ নদী ও সাগরে অবরোধ বাস্তবায়নের লক্ষ্যে পেট্রোলিংয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর