উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথ থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে ওই এলাকার রেলপথ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে পড়ে ওই যুবকের দুই পা, বাম হাত কাটা পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান।