সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীর পূর্ব পাশে দরগারচর গ্রামে সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক মিটার ব্রাস্ট হয়ে নগদ টাকাসহ ঘরে থাকা আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে।
ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, বৈদ্যুতিক ফ্যান, চাউল, স্বর্ণালংকার, আলমারিসহ ঘরে থাকা সকল কিছু পুড়েএকেবারে ছাই হয়ে গেছে; যার ক্ষতি পরিমাণ ৩ লক্ষাধিক টাকা। আগুনলাগা লাল মিয়ার পরিবারে মহিলা-পুরুষদের আর্ত-চিৎকারে এলাকাবাসী বিহবল হয়ে পড়েছে।
বাড়ির মালিক লাল মিয়া জানান- হঠাৎ করেই বাড়িতে বৈদ্যুতিক মিটার বিকট শব্দ করে ফেটে যায়। আর এতে গোটা ঘরে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। এরপর চোখের সামনে নিরুপায় হয়ে দেখলাম ঘরে থাকা চাউল ডাউল স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা সব পুরে বস্মীভূত হয়ে গেলো।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল এন্ড ডিফেন্স স্টেশন থেকে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিভানোর কাজে সহযোগিতা করেন।
শাহজাদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। শাহজাদপুর থানার কর্তব্যরত ডিউটি অফিসার কাঞ্চন কুমার জানান- আগুন লাগার ঘটনাটি আমরা জানার পর সঙ্গে সঙ্গে আমাদের অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে একটি টিম পরিদর্শন করে এবং বেশ পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি।
শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার আকরাম হোসেন জানান-আমরা খবর পেয়ে ওই এলাকায় আপাতত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করি এবং মিটারটি আমরা খুলে নিয়ে আসি। তবে বাগিওয়ালা লাল মিয়া যে দাবি করেছেন, বিদ্যুতের মিটার ব্রাস্ট হয়ে আগুন লেগেছে তা সত্য নয় বরং অন্য কোন উপায়ে ঘরে আগুন লাগতে পারে।
প্রত্যক্ষদর্শী ওই গ্রামের রেজাউল করিম জানান- আমরা রাস্তায় বসে ছিলাম হঠাৎ করেই দেখলাম ওই বাড়িতে আগুন লেগে ধোঁয়াবের হচ্ছে। আমরা গিয়ে দেখি ঘরটিতে আগুন জ্বলছে। তবে এর উৎপত্তি কিভাবে হয়েছে তা সঠিক জানা নেই।