জেল হত্যার সাথে জিয়া প্রত্যক্ষভাবে জড়িতঃ জাহাঙ্গীর কবির নানক
কাজিপুরে জাতীয় নেতা এম মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন ও ৩রা নভেম্বর জেলহত্যা দিবস স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলার দুঃখি অসহায় মানুষের আত্মার আত্মীয় হয়ে উন্নয়ন করে যাচ্ছেন, গৃহহীন, ভূমিহীন মানুষের অন্তরের কথা প্রধান মন্ত্রী উপলব্ধি করতে পারেন বলেই, তাদের জন্য বিনামূল্যে আশ্রায়নের ব্যবস্থা করেছেন।
প্রতিটি বাঙালির অন্তরে আওয়ামী লীগের উন্নয়ন গেঁথে আছে, বিএনপির হুমকি ধামকিতে আওয়ামী লীগ ভয় করেনা। এদেশের মানুষ আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। সভায় বক্তারা বঙ্গবন্ধুর সহচর শহীদ এম মনসুর আলীকে জেলখানায় নির্মম হত্যাকাণ্ডের সাথে জিয়া প্রত্যক্ষভাবে জড়িত উল্লেখ করেন।
১লা নভেম্বর মঙ্গলবার দুপুর দুইটায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিশেষ বক্তা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়,সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত ও কোষাধ্যক্ষ তারিক হাসান শমি বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যডঃ কে এম হোসেন আলী হাসান সাধারণ সম্পাদক আঃ সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় শহীদ এম মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ নির্মাণে চুক্তি মূল্য ২ কোটি ৯৭ লাখ ২২ হাজার ৫৪৯ টাকা।
১২ ফুট উচ্চতা পিতল দ্বারা নির্মিত ম্যুরালের ওজন সাড়ে তিন টন।দ্বিতল ভবনে এক রুমে থাকবে মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগৃহীত প্রামাণ্য চিত্র, দলিল, ইত্যাদি। অন্যরুমে লাইব্রেরী। বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজিপুর উপজেলা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ঈষা এন্টারপ্রাইজ ভবন নির্মাণ করেন, শহীদ এম মনসুর আলীর ম্যুরাল নির্মাতা কিশোরগঞ্জের মুসফিকুর রহমান।
জাদুঘর উদ্বোধন শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ এবং কাজিপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।