বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা

সিরাজগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: / ১৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

 

” বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”- শীর্ষক প্রতিপাদ্যেকে ধারন করে সারা দেশের ন‌্যায় সিরাজগঞ্জে ও যথাযোগ্য মর্যাদায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ দিবসটি উদযাপন উপলক্ষে সমবায় বিভাগ সিরাজগঞ্জ ও সদর উপজেলার সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার (৫ নভেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান‌ের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর -কামারখন্দ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিব মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম উন্নয়ন দর্শন ছিলো সমবায়। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সমবায়ের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধিশালী দেশে পরিনত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। এ লক্ষ্য পূরণে সমবায় সংগঠনগুলোকে অগ্রণীভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে আপনাদের সর্মথন ও সহযোগিতা চাই, আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন, এবং সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান করবেন বলে আশা করছি। বিএনপি-জামাত শাসনআমলে দেশে উন্নয়ন হয়নি। তারা আওয়ামী লীগের উপর অত্যাচার, নির্যাতন, জেল-জুলুম, হত্যা, চাঁদাবাজি আর স্বাধীনতা বিরোধীদের নিয়ে গ্রেনেড হামলা আর বোমাবাজি করেছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নেতাদের হত্যা করার জন্য বহুবার চেষ্টা করেছে এবং আইভি রহমান সহ অনেক নেতাকর্মীদেরকে হত্যা করেছে। তাদের আর ভোট চাওয়ার অধিকার নেই । আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের আর ভোট দিবে না বুঝেই আবারো বিশৃঙ্খলা ও নৈরাজ্যের করার পরিস্থিতি তৈরি করলে তা শক্ত হাতে দমন করা হবে। সেইদিন আর নেই। বেশিবাড়াবাড়ি করলে ভালো হবে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) সামিউল ইসলাম, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক , সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলামিন তালুকদার, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম রাজু প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা সমবায় অ‌ফিসার সামিউল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, সদর উপজেলা সমবায় অফিসার আমাত-উল-ইলা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রিজওয়ানা ইসলাম জ্যামি ও রানা ইসলাম । এসময় অনুষ্ঠানে মাছরাঙ্গা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের মাইনুল ইসলাম তালুকদার, সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তা বিশিষ্ট সমবায়ী ও শিক্ষাবিদ মোঃ মোকতেল হোসেন, স্বনির্ভর বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ নজরুল ইসলাম, কাওয়াকোলা মৎস্যজীবি সমিতি লিমিটেডের সভাপতি মোঃ সুরুত জ্জামান, রংধনু ক্ষুদ্র ব্যবসায়ী কর্মকর্তা সুলতান মাহমুদ সহ বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা- কর্মচারী, সদস্যরা, সুধীজন, গুনীজন, রাজনৈতিকনেতাকর্মীরা এবং সাংবাদিকবৃন্দদের একাংশ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর