চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফেন্সিডিলসহ আটক-১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফেন্সিডিলসহ-১ জন আটক।শুক্রবার(১৮ নভেম্বর) বিকেলে সারে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর চৌডালা ব্রীজের টোল ঘরের সামনে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপনের সময় আগত বিভিন্ন যানবাহন তল্লাশী কালে কানসাট-বেলাল বাজার দিক থেকে আসা এক ব্যক্তি একটি টি মোটর সাইকেলে বেপরোয়া গতিতে চালিয়ে আসছিল । এ সময় ডিউটিরত এসআই অমিত দেবনাথ উক্ত মটর সাইকেলের গতিরোধ করে
তার মোটরসাইকেল তল্লাশী করে শীটের নীচে বিষেশ কায়দায় রাখা ৫০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে এবং রুবেল হোসেন (২৭) কে আটক করে। আটকৃত রুবেল শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ানের দানিয়ালগাছী গ্রামের রবিউল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব রহমান (ইমরান)জানান,আটককৃত রুবেল হোসেনকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার ব্যবহৃত মটর সাইকেলের তেলের টাংকিতে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এবং আটকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জরিত। মোটর সাইকেলসহ রুবেল হোসেন আটক করা হযেছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার (ওসি) মাহবুব রহমান (ইমরান) “দৈনিক কলমের বার্তা” কে জানান,এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।