বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালী
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় অনুষ্ঠান শুরু পূর্বে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী প্রদর্শন শেষে মতবিনিময় সভায় আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করার পর মতবিনিময় সভা শেষে মনোমুগ্ধকর সংগীত অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারী) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের এস এস রোডস্থ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম থেকে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়াম এসে সমাপ্ত হওয়ার পরে শহীদ অডিটোরিয়ামে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু’র সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্যে রাখেন, সাধারণ সম্পাদক গোবিন্দ কর্মকার।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সহ-সভাপতি ডাঃ দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, যুগ্ম-সম্পাদক মোঃ জয়নাল আবেদীন খোকন, সহ-সম্পাদক নারায়ণ চন্দ্র দে, কার্যনিবাহী সদস্য মোঃ রিপনুল হাসান, সাবেক কোষাধ্যক্ষ পবিত্র চন্দ্র ঘোষ, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপিকা রুখসানা আকতার লাকী।
এসময় অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সকল সদস্য ও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।