বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ কোনাবাড়ীতে টিনশেড বাসায় অগ্নিকাণ্ড,৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২ শিক্ষককে মারধোর,সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে দিনব্যাপী দুদকের অভিযান

সমানতালে স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী, সিরাজগঞ্জে ডেপুটি স্পীকার 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জে মোতাহের হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আলোচনা সভা শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার  (৩ জানুয়ারী)  দুপুরে সিরাজগঞ্জ শহরের   শহীদ এম. মুনসুর আলী অডিটোরিয়াম  মোতাহের হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে প্রথম  ও দ্বিতীয়  ব্যাচের চিকিৎসক নিবন্ধন সনদপত্র বিতরণ ও মেধা তালিকায় যে সকল শিক্ষার্থী বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদের মাঝে ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করেছেন ।

উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও এম এইচ এমসি এইচ এর সভাপতি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার অ্যাডভোকেট শামসুল হক টুকু (এমপি)।

তিনি তার বক্তব্য  বলেন, মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা  পাঁচটি মৌলিক চাহিদা   সমানতালে  স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিচ্ছেন। স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে গ্রাম অঞ্চলের কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে শহরের স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। হোমিওপ্যাথিক চিকিৎসার বিস্তার ঘটাবো এবং স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিবো ইনশাআল্লাহ ।
নিকটতম বন্ধু পল্লী চিকিৎসক, কমিউনিটি ক্লিনিক, হোমিওপ্যাথি ডাক্তার মানব সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ।
বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ও মুক্তিযোদ্ধার চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি ।

এছাড়াও মাদক মুক্ত, অপরাধ মুক্ত,যুঙ্গি মুক্ত করতে দেশের  তরুণদের সহযোগিতা কামনা করেন তিনি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে.এম. খালিদ বাবু (এমপি)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ-(২) (সদর কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য  অধ্যাপক ডাঃ মোঃ  হাবিবে মিল্লাত মুন্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী  ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ  আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা  কে. এম. হোসেন আলী হাসান, জেলা আওয়ামীৃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য্য, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসহাক আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ,  বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের প্যানেল চেয়ারম্যান ও বোর্ড সদস্য ডাঃ আশীষ শংকর নিয়োগী, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, মোতাহের হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি ড. জান্নাত আরা হেনরী তালুকদার , এমএইচএমসিএইচ দাতা সদস্য শামীম তালুকদার লাবু সহ অনেকে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর