সিরাজগঞ্জের সরকারপাড়ায় কাটাখালের উপর কাঠের সাকোর উদ্বোধন
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া রাস্তায় সরকারপাড়া কাটাখালির উপর কাঠের সাকো শুভ উদ্বোধন করেছে সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা ভোট দিবেন বলে আশা করছি।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে কাঠের সাঁকো উদ্বোধনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৯ নং কালি হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর শেখ ।
উক্ত সাঁকো উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সাবেক তথ্য গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমুখ।
এসময়ে কালিয়াহরিপুর ইউপির সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আবু বক্কার সরকার রকিবুল, ইউপি সদস্য মোঃ রিমন হাসান, কালিয়া হরিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ সি.এন.জি ইউনিয়নের কার্যকরী সভাপতি নূর মোহাম্মদ, সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম আরিফ প্রমুখ।