উল্লাপাড়ায় কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজস্ব খাতের অর্থায়নে রবি/২০২২-২৩ মৌসুমে নতুন জাত বারি সরিষা -১৪ প্রযুক্তি সম্প্রসারণের স্থাপিত প্রদর্শনীর কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে উল্লাপাড়া উপজেলার হাটিকুুমুরুল ইউনিয়নের চড়িয়া কান্দিপাড়ায় আব্দুল আজিজ এর বাড়িতে এবং চড়িয়া শিকার দক্ষিণ পাড়ার ফরিদুল ইসলামের বাড়িতে উক্ত কৃষকের মাঠ দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ মফিদুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দক্ষ, সুনামখ্যাত কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী।
এসময়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আসাদ বিন খলিল রাহাত, মোঃ শাহাবুদ্দিন সহ সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার, এসএপিপিও, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা, ২ স্থানের মাঠ দিবসে মোট ২ শতাধিক প্রান্তিক কৃষক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের অনেকে উপস্থিত ছিলেন।