উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে বীজ চারা বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙিনায় পারিবারিক বাগান স্থাপন প্রকল্পের আওতায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে শাকসবজী বীজ ও চারাগাছ বিতরণ ও রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) উল্লাপাড়া উপজেলার পংরোহা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের মাঝে বিনামূল্যে শাকসবজী বীজ ও আমগাছের চারা বিতরণ করা রোপন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী।
এসময়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, এএপিপিও সহ কর্মচারী ও সুবিধা ভোগী আশ্রয়ণ প্রকল্পের বসবাসরতরা উপস্থিত ছিলেন।