বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

ভোলাহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ১০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় এসএসসি জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১ টায় নিজস্ব কার্যালয়ে উদ্দীপন চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল শিক্ষা বৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন।

এ সময় অনুষ্ঠানে উদ্দীপন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসাহক আলী সভাপতিত্ব, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, উম্মে তাবাসসুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২ জন জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার নগদ চেক তুলে দেন শিক্ষার্থীদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ভোলাহাট উদ্দীপন শাখা ব্যবস্থাপক মোসাঃ সেলিনা খাতুন, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রাকিবসহ অন্যরা। জিপিএ ফাইভ প্রাপ্তির পিছনে কার অবদান কেমন ছিল প্রত্যেক শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকেরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর