পাঙ্গাসী ইউপিতে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের শিক্ষার মানবৃদ্ধির লক্ষ্যে পাঙ্গাসী কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।এনডিপির বাস্তবায়িত আশা প্রজেক্টের আওতায় গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায়-বুধবার (১২ এপ্রিল-২০২৩) সকালে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন পাঙ্গাসী কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রূপের সভাপতি এবং পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সরকার।
সভাটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় আলোচনা হয় এসএমসি, পিটিএ এবং স্লিপ কমিটির মিটিং নিশ্চিত করা, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রূপ, এসএমসি, পিটিএ, স্লিপ কমিটির সদস্যদেরকে নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ প্রদান সহ শিক্ষকদেরকে বিষয় ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা। তাছাড়া অগ্রগামী বিদ্যালয় পরিদর্শনের উদ্দ্যোগ গ্রহন করা এবং বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া আশা প্রজেক্টের সহযোগিতায় বিদ্যালয় গুলোতে মা সমাবেশ এবং শিশুবরণ অনুষ্ঠান করায় ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি হয়েছে। তাছাড়া বিদ্যালয় গুলোতে আশা প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন করায় এসএমসি, পিটিএ, স্লিপ কমিটি তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েছে। পরিশেষে উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা প্রশাসনের সাথে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রূপ নিয়মিত যোগাযোগ রাখার বিষয়টি নিয়ে বিশেষ ভাবে আলোকপাত হয়।