আছিয়াদের সাথে ঈদের আনন্দে ভয়েস অব কাজিপুর
আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬’শ নিম্ন আয়ের অসহায় পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব কাজিপুর।
শুক্রবার ১৪ এপ্রিল পৌর এলাকার আলমপুর, শুভগাছা ইউনিয়ন এবং চরাঞ্চলের তেকানি ও নাটুয়ারপাড়া ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, সুজি, লাচ্চা সেমাই, সয়াবিন তেল, ও চিনি প্যাকেজ আকারে বিতরণ করে।
কান্দনগরের আছিয়া(৬৮) জানায় বৃদ্ধ বয়সে কাজ করতে পারেনা ছেলেপুলে নেই। প্রতি ঈদে সংগঠনটির পক্ষ থেকে সে ত্রান সামগ্রী পায়। রেহাইশুরিবেড় গ্ৰামের বিধবা রাবেয়া আবেগ আপ্লুত কন্ঠে জানান, এরা গত বছর তার গ্ৰামের আবু বক্করকে মালামালসহ একটা দোকান
বানিয়ে দিয়েছে।
ঈদ সামগ্রী বিতরণকালে ভয়েস অব কাজিপুরের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন সন্টু অন্যান্য সদস্যদের ধন্যবাদ দিয়ে জানান, প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পরা হতদরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সর্বদা চেষ্টা করেন, ঈদ-উল ফিতর উপলক্ষে প্রথম পর্যায়ে ৬শ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ চলমান আছে, ২য় পর্যায়ে কয়েক হাজার ছাড়িয়ে যাবে।
উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রউফ সরকার পরান, সহ-সভাপতি আব্দুল মজিদ বাবু, সাধারণ সম্পাদক জন্নাতুল হক শাপলা, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম চিশতি, শিক্ষা ও সংস্কৃতি আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য আবু শাহীন আজাদসহ সহ অন্যান্য সদস্যরা।