শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে ২ নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন ‎উপজেলা প্রকৌশলীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কাজিপুরের লাইসিয়াম স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত  লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ও সাবেক ছাত্রলীগ নেতা আটক! জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের  পাল্টাপাল্টি কর্মসূচী কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত কোনাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার-১ লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা

প্রচণ্ড তাপদ‌হে ব্রয়লার খামা‌রে হিট‌স্ট্রো‌কের হানা

বুলবুল ইসলাম,কুুুড়িগ্রাম জেলা প্রতিনিধি: / ৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

প্রচন্ড তাপদ‌হে কু‌ড়িগ্রা‌মের পো‌ল্ট্রি খামা‌রে হিট‌স্ট্রো‌ক হানা দি‌য়ে‌ছে। অ‌তি‌রিক্ত গর‌মে প্রতি‌দিন তাপ জ‌নিত অসুস্থতায় স্ট্রো‌ক আক্রান্ত হ‌য়ে মারা যা‌চ্ছে ব্রয়লার মুরগি। গরম নিয়ন্ত্রণে খামা‌রিরা বৈদ‌্যু‌তিক পাখা সংযুক্ত কর‌লেও লাগামহীন বিদ‌্যুৎ বিভ্রা‌টের কার‌ণে তা‌তেও কোনও কা‌জে দি‌চ্ছে না ব‌লে অ‌ভি‌যোগ খামা‌রি‌দের। এ অবস্থায় বড় ধর‌ণের লোকসা‌নের আশঙ্কা কর‌ছেন খামা‌রিরা।

র‌বিবার (১৬ এ‌প্রিল) কু‌ড়িগ্রাম সদ‌রের একা‌ধিক ব্রয়লার মুর‌গির খামা‌রে গি‌য়ে এসব তথ‌্য পাওয়া গে‌ছে।

এ‌দি‌কে, কু‌ড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, র‌বিবার (১৬ এ‌প্রিল) তারা স‌র্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ক‌রে‌ছে ৩৬ দশ‌মিক ৫ ডি‌গ্রি সেল‌সিয়াস। বাংলা‌দেশ আবহাওয়া অ‌ধিদপ্ত‌রের তাপ প্রবা‌হের সতর্কবার্তায় বলা হ‌য়ে‌ছে, দে‌শের ওপর দি‌য়ে মৃদু থে‌কে তীব্র তাপ প্রবাহ চলমান র‌য়ে‌ছে যা আগামী তিন‌দিন অব‌্যাহত থাক‌তে পা‌রে।

কু‌ড়িগ্রাম সদ‌রের বেলগাছা ইউ‌নিয়‌নের ব্রয়লার খামা‌রি শাহীনুর জানান, তি‌নি বর্তমা‌নে এক হাজার ব্রয়লার মুর‌গি পালন কর‌ছেন। তাপদ‌হের কার‌ণে তার খামা‌রে গত চার‌দিনে হিট‌স্ট্রো‌কে অন্তত ২৫ টিরও বে‌শি মুর‌গি মারা গে‌ছে। এক সপ্তা‌হের ম‌ধ্যে তার মুর‌গি বাজারজাত করার কথা র‌য়ে‌ছে। কিন্তু প্রতি‌দিন স্ট্রো‌কে মৃত‌্যুর কার‌ণে তি‌নি বড় ধর‌ণের লোকসা‌নের মু‌খোমু‌খি হ‌য়ে‌ছেন।

ভুক্ত‌ভোগী এই খামা‌রি ব‌লেন, ‘গত চার‌দিন ধ‌রে প্রতি‌দিন ৫ থে‌কে ৮ টি ক‌রে মুর‌গি হিট‌স্ট্রো‌কে মারা যা‌চ্ছে। গরম নিয়ন্ত্রণে ফ‌্যা‌নের ব‌্যবস্থা ক‌রে‌ছি। কিন্তু বারবার লোড শে‌ডিং‌য়ের কারণে কোনও কাজ হ‌চ্ছে না। আ‌মি এবার বড় ধর‌ণের লোকসানের মু‌খে পড়লাম।’

‘ প্রত্যেকটা মুর‌গি দুই কেজির কাছাকা‌ছি হ‌য়ে‌ছে। আরও চার পাঁচ‌দিন পর বাজারজাত করার কথা। কিন্তু প্রতি‌দিন যে হা‌রে হিট‌স্ট্রো‌কে মুর‌গি মারা‌ যাচ্ছে তা‌তে শেষ পর্যন্ত কত লোকসান হ‌বে সে চিন্তা কর‌ছি। আমার এলাকার সব খামা‌রে একই অবস্থা দেখা দি‌য়ে‌ছে।’ যোগ ক‌রেন এই খামা‌রি।

সদ‌রের হ‌রিশ্বর কা‌লোয়া গ্রা‌মের ব্রয়লার খামা‌রি মে‌হে‌দি হাসান ব‌লেন, ‘প্রচন্ড গর‌মের কার‌ণে হিট‌স্ট্রোক শুরু হ‌য়ে‌ছে। গত দুই দি‌নে হিট‌স্ট্রো‌কে আমার খামা‌রে ১৫ টি মুর‌গি মারা গে‌ছে। প্রতি‌টি মুর‌গি দুই কে‌জি ওজ‌নের কাছাকা‌ছি হ‌য়ে‌ছে। প্রচন্ড গর‌মের কার‌ণে কোনও ভা‌বেই হিটস্ট্রোক থে‌কে রক্ষা করা‌ যাচ্ছে না। ‌বিদ‌্যু‌তের লোডশে‌ডিং‌য়ের কার‌ণে ফ‌্যান চালি‌য়েও কাজ হ‌চ্ছে না। এভাবে চল‌তে থাক‌লে লোকসান কোথায় ঠেক‌বে বলা মুশ‌কিল।’

খামা‌রিরা বল‌ছেন, শুধু হিট‌স্ট্রোক নয়, তাপদ‌হের কার‌ণে ব্রয়লার মুর‌গির পাতলা পায়খানা দেখা দি‌য়ে‌ছে। এ‌তে ক‌রে আক্রান্ত মুর‌গি দুর্বল হয়ে প‌ড়ছে। নিয়‌মিত ভ‌্যাক‌সিন ও মে‌ডি‌সিন প্রয়োগ করার পরও এই সমস‌্যা থে‌কে প‌রিত্রাণ মে‌লে‌নি।অ‌তি‌রিক্ত গর‌মের কার‌ণেই এই সংকট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে ব‌লে বল‌ছেন খামা‌রিরা।

ত‌বে‌ প্রা‌ণিসম্পদ দপ্তর বল‌ছে, গর‌মে হিট‌স্ট্রো‌কের ঝুঁ‌কি বাড়লেও এ ধর‌ণের সমস‌্যা নি‌য়ে খামা‌রিরা তা‌দের সা‌থে এখনও যোগা‌যোগ ক‌রেন‌নি। তারপরও তারা ‌হিট‌স্ট্রোক থে‌কে বাঁচার উপায় জা‌নি‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমসহ বি‌ভিন্ন ভা‌বে‌ প্রচারণা চালা‌চ্ছেন।

জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডা.মো.ইউনুছ আলী ব‌লেন, ‘আমাদের কা‌ছে এমন সমস‌্যা নি‌য়ে এখনও কেউ আসেন‌নি। হিট‌স্ট্রোক থে‌কে বাঁচ‌তে প্রা‌ণির খামা‌রের ঘ‌রের ছাদ কিংবা টি‌নের চা‌লে ভেজা চট দি‌লে উপকার পাওয়া যা‌বে। আমরা সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে এ সংক্রান্ত প্রচারণা চালা‌চ্ছি।’

জেলা প্রাণি সম্পদ দপ্তরের তথ‌্য ম‌তে, জেলার ৯ উপজেলায় লেয়ার, ব্রয়লার ও সোনালী মুরগির খামার রয়েছে ১ হাজার ৪৩২টি। এরমধ্যে নিবন্ধিত খামার ২১১টি এবং অনিবন্ধিত খামার ১ হাজার ২২১টি। এসব খামা‌রের মধ্যে ব্রয়লার মুরগির নিবন্ধিত খামার রয়েছে ১৭৪টি ও অনিবন্ধিত ১ হাজার ১৯টি। এসব খামা‌রের কতটি খামার বন্ধ রয়েছে সে হিসাব দিতে পারেনি প্রাণিসম্পদ দপ্তর। ত‌বে খামা‌রি‌দের দা‌বি, পোল‌ট্রি কোম্পা‌নিগু‌লোর সি‌ন্ডি‌কেট ব‌্যবসার কার‌ণে লাগাতার লোকসা‌নের মু‌খে প‌ড়ে প্রায় এক হাজার পোল‌ট্রি খামার বন্ধ হ‌য়ে গে‌ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর