মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা সলঙ্গায় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত যুবক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

বাউফলে জমি প্রতারক চক্রের হাতে ৭২ পরিবার জিম্মি

মাসুদ রানা,পটুয়াখালীঃ / ১১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২১ মে, ২০২৩

পটুয়াখালীর বাউফলে হাফিজ মোল্লা ও আব্দুল খালেক মুন্সি গংদের বিরুদ্ধে আজ রবিবার ২১ -৫-২০২৩ খ্রিঃ সকাল ১১টার দিকে জমি নিয়ে চিটিংবাজি সহ প্রতারণার অভিযোগ এনে বিচারের দাবিতে প্রেসক্লাব বাউফল মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন মো: নান্নু মোল্লা গংরা।

ভুক্তভোগীদের পক্ষে নান্নু মোল্লা প্রেসক্লাব বাউফল মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন,বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের মোঃহাফিজুর রহমান, পিতা: মৃত আব্দুল কাদের মোল্লা ও আব্দুল খালেক মুন্সি, পিতা: মৃত এন্তেজ আলী মুন্সি গংরা প্রতারক, টাউট ও সন্ত্রাসী প্রকৃতি লোক। সরকারি বন্দোবস্ত মূলে ২ একর জমি করে পাইয়ে দেওয়ার কথা বলে ১৯৯৫ সন থেকে অদ্যবধি পর্যন্ত নাজিরপুরের প্রায় ৭২ জন মানুষের নিকট থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে একবারে হাতিয়ে নেয়। এভাবেই টাকা পয়সা নিয়ে সবাইকে নিঃস্ব করে দিয়েছে।কাউকেই একতিল পরিমাণ জমি দেয়নি শুধু তালবাহানা করে আসছেন তারা।

এদিকে ভুক্তভোগীরা জমির কথা বললেই বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। হাফিজ মোল্লার একান্ত সহযোগী হিসেবে কাজ করছে আব্দুল খালেক মুন্সি। তারই ধারাবাহিকতায় তারা গত শনিবার ২০-৫-২০২৩ খ্রিঃ চন্দ্রদ্বীপ ইউনিয়নের কচুয়া ৭৫ নং মৌজার মূল মালিকের বরাদ্দকৃত জমি মালিকদের অগোচরে অন্য লোকদের মালিক সাজিয়ে বিক্রি করে সেই জমি বুঝিয়ে দিতে গেলে আমরা মূল মালিকরা জানতে পেরে সেখানে উপস্থিত হলে তারা আমাদের প্রকাশ্য দিবালোকে প্রাননাশের হুমকি দেয়। ওই জমি তারা জবরদখল করে ভোগদখল করছে যা বেআইনি।

আমরা হাফিজ মোল্লা ও আব্দুল খালেক মুন্সি গংদের কবল থেকে রক্ষা ও আমাদের জমি পুনরায় ফেরত পাওয়া সহ তাদের বিচার দাবি করছি। এবং তারা গত কাল ২০মে ২০২৩ খ্রিঃ একটা সংবাদ সম্মেলন করেছেন তা সম্পুর্ন মিথ্যা বানোয়াট। সেই সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।এব্যাপারে অভিযুক্ত আব্দুল খালেক মুন্সি গং জানান, আমি একজন ইমাম মানুষ যেসব অভিযোগ আসছে তাতে আমরা কেউ জরিত নই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর