বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনবাড়ীতে ইয়াবাসহ আটক-১ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্য  র‍্যালি প্রদর্শন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৫ জুন, ২০২৩

প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে: প্রতিপাদ্য ও ‘সবাই মিলে করি পণ’ বন্ধ হবে প্লাস্টিক দূষণ ‘ স্লোগানে সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা, স্মারক সন্মাননা পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানঃ পরিবেশ বিষয়ক সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায়
দিবসটি উপলক্ষে সোমবার ৫ জুন সকাল সাড়ে ৯ টায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম সামনে  র‍্যালি প্রদর্শন শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা ও স্মারক সন্মাননা  প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ)  আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন,  পরিবেশ সংরক্ষণে ও উন্নয়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন। তাই পরিবেশ রক্ষা্র্থে সবাই মিলে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন অব্যাহত করি।  বৃক্ষকে নিজ সন্তানের মত লালন-পালন করলে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। পরিবেশ রক্ষার জন্য সচেতনতা এবং পদক্ষেপকে উৎসাহিত করার জন্য পরিবেশ সংরক্ষণ, বায়ু দূষণ (নিয়ন্ত্রণ), কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণবর্জ্য প্রভৃতি   বিধিমালা মেনে চলতে হবে।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,  জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান, বিশিষ্ট সাংবাদিক মোঃ হেলাল আহমেদ,  ক্লিন সিরাজগঞ্জ গ্রীণ সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠা চেয়ারম্যান  আশিক আহমেদ প্রমুখ।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন ও প্রেজেন্টশন উপস্থাপন করেন, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মোঃ আব্দুল গফুর।
সন্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, জেলা ব্র্যাকের সমন্বয়কারি রইস উদ্দিন, সিরাজগঞ্জ যমুনা সায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট এম, রেজাউল করিম রঞ্জু, ইঞ্জিনিয়ার মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক মন্টু প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি মোঃ নুরুন্নবী খান জুয়েল।
অনুষ্ঠানে  জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক তাপমাত্রা কমাতে বৃক্ষ রোপণে অবদানের জন্য স্মারক সন্মাননা ক্রেস্ট   পান সিরাজগঞ্জের মাস্টার নার্সারি অ্যান্ড অ্যাফরেস্টশন জাতীয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক-১৪২৪ প্রাপ্ত মোঃ আসাদুজ্জামান, বিরল প্রজাতির বৃক্ষ সংরক্ষণের অবদানের জন্য  স্মারক  সন্মাননা ক্রেস্ট পান মোঃ মাহবুবুল ইসলাম পলাশ, পরিবেশ  সন্মাননা স্মারক ক্রেস্ট পান ক্লিন সিরাজগঞ্জ গ্রীণ সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠা চেয়ারম্যান  আশিক আহমেদ, বন্য প্রাণী সংরক্ষণের জন্য মোঃ মামুন বিশ্বাস।

অনুষ্ঠানে বিভিন্ন নার্সারি মালিকগণ, বৃক্ষ রোপণকারি, বাগান মালিকগন, ইটভাটার মালিক, বিভিন্ন ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ,  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা, রোভার স্কাউটস সদস্য-সদস্যরা সহ  গন্যমান্য ব্যক্তি বর্গদের অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর