সলঙ্গায় মোহাম্মদ নাসিমের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত
সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য,সাবেক সফল স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্বরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৩ জুন) বিকালে সলঙ্গা থানা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কোরআন তেলওয়াত, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামীলীগেরর সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য শফি কামাল,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ,ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মাস্টার
সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর বাচ্চু,সাধারণ সম্পাদক রিপন হাসান,সাবেক সভাপতি সেলিম,সলঙ্গা ইউনিয়ন যুবলীগের আহবায়ক সৈকত ইসলাম আইয়ুব, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য মো: নাসিম প্রমূখ। এছাড়াও সকল ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম কোরআন তেলওয়াত করেন।