গোমস্তাপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকাল সারে ৯ টায় উপজেলার কলোনী মোড়স্থ অবস্থিত দলীয় কার্যালয় চত্বরে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর ১০ টায় কলোনি মোড়স্থ উপজেলা কার্যালয়ের সামনে থেকে দলীয় নেতাকর্মীরা একটি শোভাযাত্রা নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা কৃষক লীগের সহ সভাপতি শ্রী খিতিশ চন্দ্র আচারী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, চৌডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা এরফান আলী চুটু, উপজেলা ছাত্র লীগের সভাপতি শাহরিয়ার আনসারী প্রমুখ।