কাজিপুরে যমুনার ভাঙ্গনে বিলীন শিক্ষা প্রতিষ্ঠান, হুমকিতে ইউপি ভবন
উজানের ঢলে পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চলের নিশ্চিত পুর ইউনিয়নে যমুনা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকা রাস্তা বিলীন হয়েছে নদীগর্ভে, হুমকিতে পড়েছে ইউনিয়ন পরিষদ ভবন, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়সহ মসজিদ, জনবসতি, কমিউনিটি ক্লিনিক, মক্তব এবং বাজার এলাকা। চরম আতংক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
নদী ভাঙ্গনের শিকার ৭৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাম্মি আক্তার জানান, গত কয়েক দিনের ভাঙ্গনে নদী পাড় বিদ্যালয়ের সন্নিকটে আসায় টিনের ৩ টি ঘর ও অন্যান্য আসবাবপত্র নিরাপদ দুরত্বে সরিয়ে নেয়া হয়েছে, যে কোনো সময় বিদ্যালয়ের ভিটা ভেঙ্গে যেতে পারে, উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবগত আছেন।
নিশ্চিতপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম ও স্থানীয়রা জানান, উজানের ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ডিগ্ৰি দোরতা বাজার এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে, ইতোমধ্যে চরজগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাকা রাস্তা বিলীন হয়েছে, ঝুঁকিতে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন, ডিগ্ৰি দোরতা হাইস্কুল, ডিগ্ৰি দোরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর দোরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, বাজার, মসজিদসহ বসতি। স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ভাঙ্গন কবলিত বিদ্যালয়ের টিনের ঘর ও অন্যান্য মালামাল নিরাপদ দুরত্বে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় হয়েছে এবং ঝুঁকিপূর্ণ বিদ্যালয় গুলো আমাদের তদারকিতে আছে, প্রয়োজনমত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী অনিক ইসলাম, পানি উন্নয়ন বোর্ডে আশ্বস্ত করেছেন তারা জরুরি ব্যবস্থা নেবেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সমন্বয়ে জরুরি ব্যবস্থা নেয়া হবে।