তাড়াশে প্রথম পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জনের চশমা প্রতিকে বিজয়
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচনের আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক এর বিজয়ের সাথে কাকতালীয়ভাবে সংরক্ষিত মহিলা সদস্য পদে চশমা প্রতীকে ৩ নারী বিজয়ী হয়েছেন।
কাকতালীয়ভাবে ৩ জনের বিজয় নিয়ে তাড়াশে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।
নির্বাচিত তিন সংরক্ষিত মহিলা সদস্য হলেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রভাষক রোখসানা খাতুন রুপা। তিনি মোট ভোট পেয়েছেন ২’হাজার ৫৭ ।
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মোছাঃ জেসমিন খাতুন। তিনি পেয়েছেন ২’হাজার ১৪৯ ভোট।
৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মোছাঃ ফাতেমা খাতুন। তিনি পেয়েছেন ১’হাজার ৯৪২ ভোট।
তাদের ৩ জনের একই চশমা প্রতিকে বিজয় হওয়ায় তাড়াশ পৌরবাসীর ‘চশমা প্রতীক’ এখন সবার মুখে মুখে আলোচনা যেন বিষয় হয়েছে ।