বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি হলেন আল মামুন
নিজস্ব প্রতিনিধি: বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ইউনিটের নবগঠিত পূর্নাঙ্গ কমিটিতে ১নং সহ সভাপতি নির্বাচিত হলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মো. আল মামুন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আবদুস ছালাম মুন্সীর ছেলে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, মো. আল মামুন রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দীর্ঘদিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তিনি। স্কুল জীবন থেকেই তার ছাত্র রাজনীতির হাতেখড়ি। ২০০৫ সালের দিকে কনকদিয়া স্কুলে লেখাপড়া কালীন সময়ে ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন মামুন। পরবর্তীতে উপজেলা ও জেলা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।
এরপর ২০১১ সালে উচ্চ শিক্ষার জন্য স্ট্যামফোর্ড বিশ্বাবিদ্যালয়ে ভর্তি হলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন। সাংগঠনিক দক্ষতার বিচারে গত কমিটিতে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ দিন ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। আন্দোলন করতে গিয়ে একাধিক বার হামলা মামলারও শিকার হন মামুন। দলের প্রতি ত্যাগ, সাংগঠনিক যোগ্যতা বিবেচনায় নিয়ে তাকে নবগঠিত পূর্নাঙ্গ কমিটির ১নং সহসভাপতি নির্বাচিত করা হয়েছে।
সহসভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে আল মামুন বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে ছাত্রদল রাজপথের আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আগামী দিনে এ আন্দোলন সংগ্রাম বেগবান করতে ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে।