রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরন করেন কৃষিবিদ সুইট

সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবর্নগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরন করা হয়েছে।
বরিবার ১০ (সেপ্টেম্বর) সকাল ১০ টায় সুবর্নগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস আলী খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, সারাদেশে প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এরই ধারাবহিকতায় রায়গঞ্জ উপজেলায় ইউনিয়ন পেরিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বহ্মগাছা ইউনিয়নের সুবর্নগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতা করবে দলটি।
প্রাথমিক বিদ্যালয়ের এই টিমকে আরও উৎসাহ প্রদান করতে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কমিটির সদস্যদের চাহিদার প্রেক্ষিতে সকল খেলোয়ারদের মাঝে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত জার্সি বিতরণ।
বক্তব্যর মাঝে তিনি বঙ্গবন্ধুর শৈশব, কৈশর জীবন, ছাত্র জীবন, রাজনৈনিক সংগ্রামী জীবন,মুক্তিযুদ্ধ ও জাতীর জনকের সর্বোপরি জীবন কাহিনি তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে এবং বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের জীবন গড়তে হবে বলে শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করেন তিনি।
আগামী খেলায় সার্বিক সফলতা কামনা করেন এবং শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসুচী তুলে ধরেন তিনি।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রহ্মগাছা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুল ইসলাম, ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হাসান রিংকু, সহকারী শিক্ষক তারিকুল ইসলাম, মাসুদ রানা, তানজিলা খানম, ইতি খাতুন সহ প্রমুখ।