কোটা পূনঃবহালের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কর্মসূচি ঘোষণা
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/09/received_274978488815718-700x253.jpeg)
গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: সংবিধান লঙ্ঘন ও আদালত অবমাননা রোধে চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা পূনঃবহাল এর মাধ্যমে বাংলাদেশ সুরক্ষায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। সংবাদ সম্মেলনে কোটা পূনঃবহালের দাবিতে সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং সারাদেশে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের স্বারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচি ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন কনফারেন্স অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান। বক্তব্যে চাকুরিতে নিয়োগ কোটা পদ্ধতি বাতিল অথবা অবমাননা সংবিধান লঙ্ঘন ও নিয়োগে অসাংবিধানিক প্রয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে নিম্নে উল্লেখিত কর্মসূচি ঘোষণা করেন: ০১/ আগামী ০৩-১০-২০২৩ মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা/থানা ইউনিট কর্তৃক স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান। ০২/ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আগামী ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা মহানগর ইউনিট কর্তৃক স্ব-স্ব জেলা প্রশাসক এর নিকট স্বারকলিপি প্রদান। ০৩/ আগামী ১৪ অক্টোবর ২০২৩ শনিবার বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী, বিশিষ্টজন, কোটায় সুবিধাভোগী জেলা, নারী, ক্ষুদ্রনীগোষ্ঠি ও প্রতিবন্ধীদের সাথে মতবিনিময়।
০৪/ অবস্থান কর্মসূচিঃ ২৬, ২৭, ২৮, অক্টোবর ২০২৩। ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয়, জেলা, মহানগর প্রাতিষ্ঠানিক প্রতিনিধিদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান।
২৭ অক্টোবর শাহবাগে অবস্থান এবং ২৮ অক্টোবর সমাবেশ।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, বিজ্ঞান ও গবেষনা সম্পাদক মোহাম্মদ আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন, ত্রান ও পুনর্বাসন সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বিপু, উপ দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম মামুন, উপ জনশক্তি সম্পাদক মারুফ হোসেন, , কেন্দ্রীয় সদস্য রোখসানা নাজনীন, মোঃ সাইফুল ইসলাম পলাশ, হাফিজুর রহমান চাঁদ, শিপন, ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক গোলাম রব্বানী হিরু, সদস্য সচিব হাসান মাহমুদ অপু, সদস্য কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর এর সদস্য কাজী মোশাররফ হোসেন মিলন, মেহেদী হাসান, মিলনসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।