রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত হলেন সা’দ পন্থী আলেম মুফতি জিয়া বিন কাশেম সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার কোনাবাড়ীতে বিভিন্ন দাবি নিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতী সিরাজগঞ্জের সলঙ্গায় এরান্দহ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু শ্রমিকের আত্মহত্যা কারখানা কর্তৃপক্ষের শোক দুই কর্মকর্তা অব্যাহতি ডা. শফিকুর রহমান যারা দেশকে ভালবাসে তারা কখনও দেশ ছেড়ে পালায় না! যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক ভাঙ্গুড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাস সংর্ঘষে নিহত ২ জন আহত ১ চরবাসীর দুঃখ ঘোচাতে অনবদ্য ছুটে চলছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা

বাউফলে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

মাসুদ রানা, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ / ১১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

পটুয়াখালীর বাউফলে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ও সাবেক চীফ হুইপ সাংসদ আ স ম ফিরোজ।

শুক্রবার( ১৫সেপ্টেম্বর) বিকেলে বাউফল উপজেলাধীন কাছিপাড়ার লঞ্চ ঘাট থেকে স্পীডবোটে এ এলাকা পরিদর্শন করেন। এসময় তাদের সাথে ছিলেন,জেলা প্রশাসক পটুয়াখালী মোহাম্মদ নূর কুতুবুল আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন,পুলিশ সুপার পটুয়াখালী মোহাম্মদ সাইদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশির গাজী,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন খান প্রমুখ।

এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার নদী ভাঙন ঠেকাতে ও নাব্যতা ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নদী ভাঙনে যাদের বসত ভিটা বিলীন হয় তাদের মত কষ্ট আর কারও নেই। এজন্য মাননীয় সংসদ আসম ফিরোজ এর আহবানে আমি এখানে এসেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নদী ভাঙ্গন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ভাঙনে ক্ষতিগ্রস্থ নদীর তীর ও রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন ঠেকানোর চেষ্টা করবে পানি উন্নয়ন বোর্ড।আগামী ১৫ দিনের মধ্যে জিও ব্যাগ ফেলে অস্হায়ী কাজ শুরু হবে, নদীর তীঁর রক্ষা বাধেঁরও যত্ন ও রক্ষার্থে সবাইকে দায়িত্বশীল হবার পরামর্শ দেন।

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, নদীর অব্যাহত ভাঙ্গনে প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। তেমনি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি জমি, সরকারী-বেসরকারী অসংখ্য স্থাপনা, হাট-বাজার, নদী তীরবর্তী ঘরবাড়ি, মসজিদ ও গাছপালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে নদীরক্ষা প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এছাড়া নদী শাসন ও স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধে বিভিন্ন এলাকায় প্রকল্প গ্রহণ করেও কাজ শুরু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।অচিরেই কাছিপাড়া ইউনিয়নের নদী ভাঙ্গন রক্ষার কাজ শুরু হবে,আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর