ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/09/received_299873506099432-700x333.jpeg)
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া চাটমোহর ফরিদপুর এর সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ।
এসময আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ছবি, সহ-সভাপতি মোঃ রমজান আলী খান, আসলাম আলী, রেজাউল করিম রাজা,যুন্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাফিজ রঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান, সরদার আবুল কালাম আজাদ ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মোঃ রাশিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মোঃ গোলাম মুর্তজা সুজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, পৌর যুবলীগের সভাপতি মোঃ সুমন আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবনেতা প্রভাষক হেলাল উদ্দিন খান প্রমূখ।
উল্লেখ্য আলোচনা ও দোয়া মাহফিল শেষ কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।