শিরোনামঃ
গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় আবেদা বেগম নামে এক (৬০) বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২২ অক্টোবর) দুপুরে কোনাবাড়ী থানাধীন ফ্লাইওভারের পশ্চিম পার্শ্বে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে।
এঘটনায় ঘাতক চালক রানাকে আটক করে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহত আবেদা বেগম ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার উজান মইষহুটি গ্রামের আব্দুল বারেকের স্ত্রী। সে ওসমানের বাসায় ভাড়া থেকে ঝুট গোডাউনে কাজ করতো।
পুলিশ ও স্থানীয়রা জানান,আবেদা বেগম গ্রামের বাড়ী ময়মনসিংহ থেকে কোনাবাড়ীতে আসতে ছিলেন। কোনাবাড়ী ফ্লাইওভার এর পশ্চিম মাথায় নামার পরেই চৌরাস্তা থেকে চন্দ্রাগামী কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় কভার্ড ভ্যান চালকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর