উলিপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ধরনীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হক
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/received_845821440571814-604x390.jpeg)
২৩শে অক্টোবর (সোমবার) সন্ধায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের ৯টি পূজামণ্ডপে শতাধিক মোটরসাইকেল ও স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কুশল বিনিময় ও পূজা মণ্ডপের সভাপতি,সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেন ৭নং ধরনীবাড়ি ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মো:এরশাদুল হক।
পূজা মন্ডপ গুলো পরিদর্শনকালে চেয়ারম্যান এরশাদুল হক সংক্ষিপ্ত আলোচনায় সকলের উদ্দেশ্য বলেন,”ধর্ম যার যার উৎসব সবার”আর এ কারণেই ধরনীবাড়ি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। এখানে প্রত্যেক জাতিগোষ্ঠী সানন্দে পূজা পার্বণ উৎসব পালন করে,এতে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হয়।তিনি সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে উৎসব পালন করার আহবান জানান।