বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রায় উপজেলা,পৌরসভা সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী তিন হাজার মোটরসাইকেল, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস নিয়ে সরকারের জাতীয় ও স্থানীয় উন্নয়নের ছবি সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বর্নাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহন করেন।
স্মরণকালের সবচেয়ে বড় এই শোভাযাত্রাটি বাদ্যযন্ত্রের তালে তালে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন সড়ক-মহাসড়ক প্রদক্ষিন শেষে সরকারি আকবর আলী কলেজ মাঠে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভীর ইমাম।
বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমী,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা প্রমূখ।