সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে- র্যালি প্রদর্শন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ “উন্নয়নের জন্য উদ্ভাবন এবং উদ্যোক্তা নীতি ” এই প্রতিপাদ্য নিয়ে – সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবস- ২০২৩ ও আইডিইবি ‘র গৌরবোজ্জ্বল ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( আইডিইবি), সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজন – শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ গণপূর্ত অধিদফতর সন্মুখ হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে গণপূর্ত অধিদপ্তরের সন্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নওশের আহমেদ তামান্না এবং অনুষ্ঠানের সঞ্চালক ও সার্বিক দায়িত্ব ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না তিনি তার বক্তব্যে বলেন -মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই সকল ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও চতুর্থবারে প্রধানমন্ত্রী করতে হবে। অনুষ্ঠানের সন্মানিত অতিথি উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তমাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন সহ অন্যান্যরা। এসময়ে বিএডিসি সহকারী প্রকৌশলী (অবঃ) বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, সিরাজগঞ্জ নেসকো পিএলসি ( বিক্রয় বিভাগ-১) মোঃ আব্দুর রউফ সরদার, বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী সুবল পোদ্দার উল্লাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শফিউল কবির, সিরাজগঞ্জ পৌরসভার প্রকৌশলী আশরাফ খান, শাহজাদপুর বাড়াবাড়ি বিদুৎ কেন্দ্র ইউনিক ও সহকারি প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, সিরাজগঞ্জ পল্লী বিদুৎ এর ডিজি এম প্রকৌশলী মোঃ বেল্লাল হোসেন, প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী মোঃ ইমরুল তাজ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিরাজগঞ্জের প্রকৌশলী মোঃ মোর্শেদ মিয়া, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর জুনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী তানভীর আহমেদ, আইডিইবি সিরাজগঞ্জ শাখার সাহিত্য ও চাকুরী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ নূরে আলম সিদ্দিকী সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য-সদস্যরা, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এর ৫ শতাধিক শিক্ষার্থীর শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।