ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে তফসিল বাতিল ও বিক্ষোভ মিছিল করে ইসলামীক আন্দোলন বাংলাদেশ
মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও এ তফসিল বাতিল এর দাবিতে বিক্ষোভ মিছিল ও সরক অবরোধ করে ঠাকুরগাঁও জেলা ইসলামীক আন্দোলন বাংলাদেশ এর নেতা কর্মীরা। এসব নেতারা ইসিকে ইন্তেকাল ইসি বলে আক্ষায়ীত করে এবং অবিলম্বে তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবী করে। আন্দোলন কারীদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও অবোরোধ চালিয়ে যাওয়া হুসিয়ারি দেন। এসময় জেলা শাখার সভাপতি বর্তমান ইসিকে ব্যর্থ ও ব্যক্তিগত রোবটের সাথে তুলনা করে ব্যর্থ নির্বাচন কমিশ কর্তৃক ঘোষিত দলীয় সরকারে অধীনে যে তফসিল ঘোষনা করে এটা এক তর্ফা। এই এক তর্ফা সরকারে অধীনে কোন দল নির্বাচনে যাবে না। তফসিল বাতিল না হলে আন্দোলন আরো তীব্র হতে পারে এর দায় সরকারকেই বহন করতে হবে বলে দাবী করে।