রামকৃষ্ণপুর ইউনিয়নে নির্বাচন পরিচালনার কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সভা ও নির্বাচন পরিচালনার কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে।
এ নির্বাচনে উল্লাপাড়া-সলঙ্গা আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম শফি,নৌকা মার্কা নিয়ে এ নির্বাচন করবেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে চত্বরে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডল এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উনুখাঁ কেন্দ্র ও চৈত্রহাটি কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
বক্তারা বলেন,নির্বাচনে নৌকার সর্বোচ্চ প্রচার সুনিশ্চিত করা, সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা, বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ, গণসংযোগে জ্যেষ্ঠ নেতাদের দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাওয়া, নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা,মহিলা ও বয়োবৃদ্ধ ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করবে তারা।
এসময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম হিরো,নির্বাচন কমিটির সদস্য সচিব মোঃ জিন্নাহ আলম তালুকদার,যুগ্ন আহ্বায়ক মোঃ মোনজেল হক সাগর,যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান,সদস্য আলহাজ্ব মোক্তার হোসেন মল্লিক,সদস্য আরিফুল ইসলাম আরিফ,সদস্য মোঃ আলাউদ্দিন প্রমুখ।এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।