রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় দহপাড়া উচ্চ বিদ্যালয়সহ সমমান ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

রিপোর্টারের নাম : / ৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার দহপাড়া উচ্চ বিদ্যালয়সহ সমমান ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ফেব্রুয়ারী)সকাল ১১টায় উপজেলার দহপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন, ৭০ পাবনা-৩ এর সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন। তিনি তাঁর উদ্ধোধনী বক্তব্যে বলেন,একজন ক্রীড়াবিদ দেশের মানবসম্পদ।প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে বাহৃিক শিক্ষা ক্রীড়া চর্চ্চা।মাদকসহ যাবতীয় অন্যায়, অশুভ চিন্তা-কর্ম থেকে একটি উত্তমক্রীড়া চর্চ্চাই কেবল রক্ষা করতে পারে। দহপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.জাকির হোসেন ছবির সভাপতিত্বে বিদ্যালয় মাঠে দিনব্যাপী ২৫টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মো. গোলাম হাসনাইন রাসেল,উপজেলা আঃলীগ নেতা ও জেলাপরিষদ সদস্য আলহাজ্ব মো. আসলাম আলী, সহ-সভাপতি মোঃ রমজান আলী খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আঃলীগের যুগ্ম সাধারণ নেতা মো. গোলাম হাফিজ রঞ্জু, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক মো. আজাদ খান,মো. ইবনুল হাসান শাকিল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর হাসিনুর রহমান বাবু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক মোঃ শামীম হোসেন আরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব,প্রধান শিক্ষক ফজলুর রহমান এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,পরিচালনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন ছবি।
একই দিনে পৌর সদরের মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল,ভেড়ামারা উদয়ন একাডেমী,ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়,কয়ড়া ছাড়া নাসির আলীম মাদ্রাসা,দিয়ারপাড়া দাখিল মাদ্রাসার মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে স্ব-স্ব প্রতিষ্ঠানের সভাপতির সভাপতিত্বে, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারের পরিচালনায় অতিথিবৃন্দের বক্তব্যের পর বিজয়ীদের হাতে অতিথি বৃন্দ পুরষ্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর