রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

ভয়েস অব কাজিপুরের উদ্যোগে মেধাবীদের বৃত্তি প্রদান

রিপোর্টারের নাম : / ৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার:স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুরের উদ্যোগে কাজিপুর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণীর ৭৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এর আগে মেধা যাচাই পরীক্ষায় ৩২৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকৌশলী তানভীর শাকিল জয় শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ ও শিক্ষা উপকরণ তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভয়েস অব কাজিপুরের উপদেষ্টা ডাক্তার সাইদুল ইসলাম, সাখাওয়াত হোসেন বাবলু, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খোকা, ফিরোজ আলম তালুকদার, শাহিন আক্তার, আবুল কালাম আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক রোকন সিরাজী ও তরিকুল ইসলাম চিশতি। সভাপতিত্ব করেন, প্রকৌশলী সাখাওয়াত হোসেন সন্টু। এ সময় তিনি জানান, বৃত্তি প্রদান আমাদের চলমান প্রক্রিয়া, আগামীতে সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়তে পারে। এ ছাড়াও ভয়েস অব কাজিপুরের সাধারণ সম্পাদক জান্নাতুল হক শাপলা খাতুন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। উল্লেখ্য, কাজিপুর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদানে সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুর প্রতি বছর সচেষ্ট থাকে। এ বছর মেধা, টেলেন্টপুল এবং সাধারণ ক্যাটাগরিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৪ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৩ জন মোট ৩২৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা ক্যাটাগরিতে ১৫ জন, টেলেন্টপুলে ১৫ জন এবং সাধারণ ২৩ জন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা ১২ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ১১ জন বৃত্তি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর