সিরাজগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি ফুলেল শুভেচ্ছা প্রদান এবং স্মারক সন্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয় । পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, কুচকাওয়াজ মশাল পরিভ্রমণ ডিসপ্লে মাধ্যমে শুভ সূচনা করা হয়
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১ টায় অত্র বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো শিক্ষাবান্ধব সরকার। তিনিই শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। আগামী প্রজন্মদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ইভটিজিং সহ সকল ধরনের অপরাধ মূলক কাজ বিরত থাকতে হবে বন্ধে কাজ করতে হবে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি হাজী মোঃ আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস.আই.এম.এ রাজ্জাক, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হেলাল তালুকদার,সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আফছার আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন প্রমুখ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যেৎসাহী সদস্য মোঃ আব্দুল আজিজ, দাতা সদস্য মোঃ আমিনুল ইসলাম তালুকদার, অভিভাবক সদস্য মোঃ বেল্লাল সেখ, মানিক সাহা, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম, শিক্ষক সদস্য মোঃ আব্দুল মান্নান, রাশেদুল হক ইয়াছিন, রোমেনা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক মাহবুব আলম।
এ সময়ে অনুষ্ঠানে, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকা,কর্মকর্তা -কর্মচারীগণ, অভিভাবকগণ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিশেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়।